
প্রবাসী লেখক আবুবকর সিদ্দিক এর কবিতা ….
আমি দুর্জয়
আবুবকর সিদ্দিক
দুর্জয় কখনো থেমে থাকেনা
হাতে পড়া লোহার শিখল ভেঙ্গে ফেলে।
ঐ প্রতিবাদের নেশায়
সে তার লক্ষ পানে ছুটে চলে।
কেউ তাকে রোধ করতে পারেনা
সে এক বিদ্রোহ দুর্জয় হয়ে জেগে উঠেছে।
বঙ্গবন্ধু লালিত স্বপ্নগুলি তার মাঝে লালন করে
তাই তো অন্যায় দেখে চিৎকার করে জ্বলে ওঠে।
দুর্জয় কখনো কখনো তার মাঝে প্রতিবাদের নেশায়
এক বিদ্রোহ নজরুলের সৃষ্টি করে।
লেখক: কবি, প্রবাসী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই শাখা কো-অর্ডিনেটর।