স্টাফ রিপোর্টার:-
ইউকে প্রবাসী একসময়কার তুখোড় ছাত্র নেতা, দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও দিরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোছাব্বির হোসেন জুনেদ নবগঠিত দিরাই অনলাইন প্রেসক্লাব সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় সাথে ছিলেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও পৌর যুবদল আহ্বায়ক লিপন চৌধুরী।
সোমবার রাত ৮ ঘটিকার সময় তিনি দিরাই থানা পয়েন্টের অদূরস্থ দিরাই প্লাজায়- “দিরাই অনলাইন প্রেসক্লাব” কার্যালয়ে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী,সহ -সভাপতি ও গ্লোবাল সিলেট ডট কম সম্পাদক ইকবাল আহমদ,নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম,অনলাইন দিরাই নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া হোসেন জোসেফ, দিরাই অনলাইন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্হ প্রমুখ।
এ সময় মোছাব্বির হোসেন জুনেদ দিরাই অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান ও বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি সব সময় দিরাই অনলাইন প্রেসক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।
মোছাব্বির হোসেন জুনেদ দীর্ঘদিন যাবত লন্ডনে স্বপরিবারে অবস্হান করছেন।