by Global-Sylhet

গ্লোবাল ডেস্ক:- কুষ্টিয়ায় মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ছাদ ধসে এক শ্রমিক নিহত ও ছয় শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকের নাম বজলুর রহমান প্রামাণিক। তিনি কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার ভাদু প্রামাণিকের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ডিসি মো. আসলাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে গুরুতর আহত চারজনকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তাদের চিকিৎসা চলছে। এছাড়াও দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, ‘আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটের নেতৃত্বে কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী থাকবেন। এই পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দিলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :614 বার!
সংবাদটি শেয়ার করুন:
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)