দিরাই প্রতিনিধি:-দিরাইয়ে ক্লাসিক্যাল চেস ক্লাব’র পক্ষ থেকে বাউল শাহ রিপন মিয়াকে সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরশহরের কলেজ রোডস্থ রোশনী কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন’র পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ক্লাসিক্যাল চেস ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মাহফুজুল করিম মাহফুজ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সৈয়দপুর কলেজের প্রভাষক জাহিদ হাসান, সাংবাদিক সাদমান খান, বাউল সিরাজ উদ্দিন, বাউল আব্দুস সালাম, বাউল সুর্যলাল, বাউল হারুন মিয়া, পৌর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান, কয়সর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদল সভাপতি মঈনউদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার, ব্যবসায়ী আব্দুস শুকুর, আজিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক সজীব রশিদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদ মিয়া, সাধারণ সম্পাদক গুলজার চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক জুনাইদ মিয়া, যুবদল নেতা শামসুদ্দোলাল, রফিকুল হক চৌধুরী টিপু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম প্রমুখ।