স্টাফ রিপো্টারঃ- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে মঙ্গলবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।
মঙ্গলবারের (১৫ মে) আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি তিন নম্বরে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
গত ৯ মে এই মামলায় দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ১৫ মে (মঙ্গলবার) দিন ঠিক করে দেন আপিল বিভাগ।
এর আগে ৮ মে মামলাটির শুনানি শুরু হয়। প্রথম দিনে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকটে জয়নুল আবেদীন ও বিএনপিপন্থী আইনজীবীরা।
গত ১২ মার্চ হাইকোর্ট বিভাগ খালেদা জিয়াকে চারযুক্তিতে চার মাসের জামিন দেন। ওই জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।
এ বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :407 বার!