
গ্লোবাল সিলেট ডেস্কঃ- ঘুষের ১৫ লাখ টাকাসহ বরগুনা সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ভুঁইয়াকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১১ জুন) বিকেল তিনটার দিকে দুদকের একটি দল ওই প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করে।দুদক পটুয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এক কোটি টাকার একটি কাজের বিল পাশ করিয়ে দেয়ার বিনিময়ে বরগুনা সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ঠিকাদারের থেকে মোটা অংকের ঘুষ নিয়েছেন। দুদকের কাছে গোপন সংবাদের এমন তথ্য ছিল ।ওই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে দুদক পটুয়াখালীর একটি দল বরগুনা সদর থানা পুলিশের সহায়তায় ওই প্রকৌশলীর কার্যালয়ের তল্লাশী চালিয়ে আলমারী থেকে সাড়ে চৌদ্দ লাখ টাকা উদ্ধার করে। শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে দুদক।