আজাদ সাদী, ফ্রান্সঃঃ–আর্ত মানবতার ব্রত নিয়ে, চন্ডিপুর এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন,গতকাল ৯ জানুয়ারী বুধবার, প্যারিসের H F C রেস্টুরেন্টে,কমিটি গঠন করার লক্ষে, ফ্রান্সে বসবাসরত চন্ডিপুর বাসীর উদ্যোগে আয়োজন করাহয়, আলোচনা সভায় । এতে সর্বসম্মতি ক্রমে একটি কার্যকরী কমিটি গঠন করাহয়, উক্ত কমিটিতে সভাপতি রায়হান সর্দার,সহ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজাদ সাদী, সহঃ সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া কে নির্বাচিত করাহয়।উক্ত কমিটির উপদেষ্টা বৃন্দগন ১/রইছ উদ্দিন ২/শোয়েব আহমেদ ৩/মুরাদ হাসান ৪/বিমান উদ্দিন।এছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,দেলোয়ার হোসাইন, রুনু আহেমদ,হাফিজ নাজমুল ইসলাম,সারোয়ান মিয়া প্রমুখ।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :512 বার!