
গ্লোবাল ডেস্কঃ- যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক ফিলিপ রথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫। ফিলিপের এক ঘনিষ্ঠ বন্ধু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই গুণী লেখক পুলিৎজার ও ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিলেন।গতকাল বিবিসি জানিয়েছে, তার মৃত্যুর মধ্য দিয়ে মার্কিন সাহিত্যে একটি যুগের অবসান হলো। ফিলিপ রথ লেখক জীবনের শুরুতেই প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৫৯ সালে তার প্রথম প্রকাশিত গল্পের বই ‘গুডবাই কলম্বাস’ পাঠকপ্রিয়তা পায়।এর এক দশক পর যৌনতাপূর্ণ উপন্যাস ‘পোর্টনয়’র কম্পেøইন্ট’ মার্কিন মুলুকে তাকে তারকাখ্যাতি এনে দেয়। ১৯৯৭ সালে আমেরিকান প্যাস্টোরাল নামে উপন্যাসের জন্য তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। ২০০৯ সাল পর্যন্ত ৩০টির বেশি বই রচনা করেন তিনি। এর পর ২০০১ সালে তিনি ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।