
জগন্নাথপুর প্রতিনিধি:– সুনামগঞ্জ-৩ অাসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নানের নৌকা মার্কার প্রচারনার মাইকিংএ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে । জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে গতকাল (সোমবার) হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটেছে । জানাগেছে, ধানের শীষের মিছিল থেকে তাদের উপর অতর্কিত হামলা চালায় বিএনপি ও জমিয়তের নেতা কর্মীরা। এতে নৌকা মার্কার প্রচারকর্মী লেচু মিয়া গুরুতর আহত হন । পরবর্তীতে আলাল হোসেন রানার নেতৃত্বে গুরুতর আহত লেচু মিয়া (৩০) কে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে পাঠানো হয়।