by Global-Sylhet

গ্লোবাল সিলেট ডেস্কঃ- টাঙ্গাইলের মধুপুরে বাঁশঝাড় থেকে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ পাওয়া গেছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।নিহত লিজা উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে। গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে।ওই এলাকার একটি বাঁশঝাড় থেকে শুক্রবার রাত ১১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয় বলে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.নজরুল ইসলাম জানান।তিনি বলেন, “মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”এ ঘটনায় মেয়েটির বাবা অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে শনিবার মধুপুর থানায় মামলা করেছেন বলে পরিদর্শক নজরুল জানান।মামলার পর দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানালেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি এ পুলিশ কর্মকর্তা।অরণখোলা ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, শুক্রবার দুপুরে লিজা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় লিজার লাশ পাওয়া যায়। তার পরনের কাপড় ছেঁড়া ছিল বলে রহিম জানান।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :417 বার!
সংবাদটি শেয়ার করুন:
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)