
স্টাফ রিপোর্টার:- দিরাইয়ে র্যালি আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে দৈনিক যায়যায়দিন’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দিরাই প্রতিনিধি আবু হানিফ চৌধুরী ও যায়যায়দিন ফেন্ড্রস ফোরাম’র যৌথ উদ্যোগে বেলা ৩ ঘটিকায় প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে স্থানীয় জনতা রেস্টুরেন্টের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর সবুজ মিয়া, অনলাইন প্রেসক্লাব সভাপতি ও যায়যায়দিন প্রেন্ড্রস ফোরাম সভাপতি সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী,সাংবাদিক এসএম ওয়াহিদুল ইসলাম, ইমরান হোসাইন, ইকবাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা শাহআলম সর্দার, পৌর যুবলীগ সভাপতি সারোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, কাজী নুরুল আজিজ, প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জুসেফ, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, সাহিত্যিক ফারুকুর রহমান চৌধুরী, এসএম সায়েম, মাছুম আহমেদ প্রমুখ।