নিজস্ব প্রতিবেদকঃ-
সুনামগঞ্জের দিরাইয়ে করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ১লা এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে চান্দপুর গ্রামের পাশ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে ৩ জনের লাশ পাওয়া গেছে।
নিহতরা হলেন- প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬), দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
নিহত ৩ শিশু প্রতিবেশী ও নিকটাত্মীয় ও সহপাঠি ছিল বলে জানা যায়।
গ্রামের লোকজন জানান, সকাল সাড়ে ১১টা থেকে তাদের দেখতে না পেয়ে তারা খুঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের গ্রামের নিকটবর্তী বালি বিলে তাদের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে খেলাধুলা করতে গিয়ে তারা ডুবায় পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :148 বার!