দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের
দিরাইয়ে সুজানগর গ্রামের বৃদ্ধ হারুন মিয়ার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী সুমন (৩০) কে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন অাদালত। সে সুজানগর গ্রামের বশির মিয়ার ছেলে ও কাউন্সিলর সুহেল গ্রুপের সদস্য।
সোমবার সুনামগঞ্জ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট( দিরাই) অাদালতে পূূর্ব পরিকল্পিত অতর্কিত হামলার ঘটনার
মামলার অন্যতম অাসামী সুমন অাদালতের হাজির হয়ে জামিন আবেদন করে। আদালতের বিচারক সাইফুর রহমান মজুমদার জামিন নামঞ্জুর করে সুমন কে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত ১০ মে বৃহস্পতিবার বিকালে দিরাই পৌরসদরের আনোয়ারপুর মোড়ের দোকান হতে বাড়িতে যাওয়ার পথে পৌর কাউন্সিলর সোয়েল গ্রুপের হামলার শিকার হন বৃদ্ধ হারুন মিয়া (৬০)।
হামলায় গুরুতর আহত হারুন মিয়াকে
স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায়
উদ্ধার করে দিরাই উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আশংকাজনক অবস্থায় আহত
হারুন মিয়া বর্তমানে সিলেট ওসমানী
মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে দাবি আহত হারুন মিয়ার স্বজনদের। এঘটনায় সুয়েল গ্রুপের ৩৩ সদস্যের বিরোদ্ধে অাহত হারুন মিয়ার ভাই মোশারফ মিয়া বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন, মামলা নং ৭৬/১২-৫-১৮।
দিরাইয়ে হারুন মিয়া উপর হামলার ঘটনায় সুয়েল গ্রুপের সুমন কারাগারে
previous post