স্টাফ রিপোর্টার:- দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই নয়াহাটি গ্রামে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা অমর দাস (৭০), তাঁর পুত্রবধূ অনিকা রানী দাস (৩২) ও ছেলে অপু দাস আহত হয়েছেন। এব্যাপারে মুক্তিযোদ্ধা অমর দাস বাদী হয়ে প্রতিবেশী রিপন দাস সহ মোট ০৪ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুক্তিযোদ্ধা অমর দাস বলেন, বিগত প্রায় ৫ বৎসর পূর্বে আমার ভাই কালাচাঁন দাস রিপন’র নিকট তাহার অংশের পৌনে ৭ শতাংশ বাড়ি রকম ভূমি বিক্রয় করেন। কিন্তু আমরা দুই ভাইয়ের যৌথমালিকানাধীন হালট অর্থাৎ আমাদের চলাচলের রাস্তা (যাহা বিক্রয় করা হয়নি) দ্বারা রিপন গং আমাদের চলাচল করতে নিষেধ প্রদান করে। বুধবার আমার ছেলে অপু বাজার হইতে বাড়ি আসার পথে উক্ত হালটে এসে পৌঁছলে রিপন সহ তার লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত আক্রমন করে মারপিটক্রমে জখম করে। আমার ছেলেকে বাঁচাতে আমি ও আমার পুত্রবধূ ঘটনাস্থলে এগিয়ে গেলে আমাদেরও মারপিটক্রমে জখম করে এবং আমার পুত্রবধূর শ্লীলতাহানী ঘটায়। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডের নিন্দা:- মুক্তিযোদ্ধা অমর দাস (৭০), তাঁর পুত্রবধূ অনিকা রানী দাস (৩২) ও ছেলে অপু দাস আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান ও সন্তান কমান্ডের সেক্রেটারি রাহাত মিয়া রাহাত। একযুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন- প্রভাবশালী প্রতিবেশীদের একজন নিরিহ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা কোনা ভাবে মেনে নেওয়া যায়না।আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আহ্বান জানাই।