গ্লোবাল সিলেট ডেস্কঃ- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রাস্তার পাশে ফুটপাতে মানুষের হাঁটার স্থান, প্রত্যেক ওয়ার্ডে একখন্ড উন্মুক্ত জায়গা, প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট (গণশৌচাগার), বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার নূন্যতম চাহিদা পূরণ করতে পারলেই প্রকৃত পক্ষে একজন নির্বাচিত মেয়র তার সফলতার কিছুটা শান্তি খুঁজে পান। আর এসব পূরণের জন্য অঢেল টাকা-পয়সা লাগে না, নাগরিক ও মেয়রের সদিচ্ছা ও মনোযোগই যথেষ্ট।রোববার(৩ জুন) দুপুরে নগরীর দোপাদিঘিরপাড় ও বন্দরবাজার এলাকার রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সিসিক মেয়র বলেন, একটি আধুনিক নগরী গড়ে তুলতে আমি নাগরিকদের বল প্রয়োগের মাধ্যমে নয়। নগরবাসীর স্বদিচ্ছায় জমি, স্থাপনা ছেড়ে দেয়ার কারণেই আমার কাজ করতে সুবিধা হয়েছে। এজন্য নগরীর সকল নাগরিকদের অবদানের কথা স্বীকার করে ।এর আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ধোপাদিঘীর পূর্ব, পশ্চিম পাড়ের বেশ কিছু দোকানপাঠের সামনের অংশ ও বাড়ির দেয়াল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন।এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক, ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম মুনিম, মো. ছয়ফুল আলম বাকের, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নাগরিকদের নূন্যতম চাহিদা পূরণ করতে পারলে কিছুটা শান্তি খুঁজে পাই: মেয়র আরিফ
previous post