ভালোবাসা মানে
নন্দিনী খান
ভালোবাসা মানে পাথরে খোদাই করে
তোমার নাম লেখা নয়
ভালোবাসা মানে উঁচু পাচিল প্রাসাদে
তোমায় বন্দি করা নয়
ভালোবাসা মানে
দামি রেস্টুরেন্টে হাজার টাকা বিল করা নয়
ভালোবাসা মানে গুচির ব্যাগ পেয়ে
উল্লসিত হয়ে তোমায় হাগ দেয়া নয়।
ভালোবাসা মানে তোমার সাথে তপ্ত রোদে
বাড়ির দরজায় দাঁড়িয়ে আর একটু কথা বলা
ভালোবাসা মানে তোমার ফোন ওয়েটিং পেয়ে
আমার গাল ফোলানো অভিমান করা
ভালোবাসা মানে পদ্মার পাড়ে দাঁড়িয়ে
পোচকা বা পেয়ারা খাওয়া
ভালোবাসা মানে ক্লাসের আগে
তোমার জন্য আরো একটু অপেক্ষা করা
ভালোবাসা মানে তোমায় পেয়ে
আজীবন ভালোবেসে রাখা
ভালোবাসা মানে তোমায় না পেলে
আজীবন তোমার ভাল চাওয়া
ভালোবাসা মানে মুক্ত আকাশে
তোমার মনের সাথে আমার মন খুঁজে পাওয়া
ভালোবাসা মানে জায়নামাজে তোমার জন্য আজীবন দোয়া চাওয়া
আর ভালোবাসা মানে
তোমায় ভালোবাসি বলা।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :414 বার!