
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ- আগামী ১৮ই মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। এবারের নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন আওয়ামিলীগ সমর্থিত নৌকা প্রতীকে শাহ মুজিবুর রহমান জনক, আল ইসলাহ মনোনীত মোটরসাইকেল প্রতীকে মাওলানা হারুনুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কাপ পিরিছ প্রতীকে নুরুল ইসলাম, দোয়াত কলম প্রতীকে ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, আনারস প্রতীকে মাহতাব উদ্দিন, ঘোড়া প্রতীকে হারুন আহমদ। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান (টিয়াপাখি) শহিদুর রহমান রোমান, (বই) আব্দুল খালিক রুহিল শাহ, (টিউবওয়েল) সাহাদ মিয়া, (তালা) জাহিরুল ইসলাম মুরাদ, বখতিয়ার হোসেন রয়ন (চশমা) সহ বেশ কয়েকজন প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন ফেরদৌসী বেগম ইকবাল (প্রজাপতি) জাহানারা বেগম শ্যমা (হাস) সেলিনা ইয়াসমিন (ফুটবল) প্রত্যেকেই প্রতিদিন তাদের নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগণের কাছে বিভিন্ন উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। ইতমধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। এখন শুধু চায়ের দোকানে একটাই আলাপ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।
উল্লেখ্য যে, বিগত ১০ বছরে মামলা জটিলতার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় নি।তাই এবারের নির্বাচন অতি আগ্রহের সহিত অনুষ্ঠিত হতে যাচছে।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :481 বার!