গাছে গাছে বসন্তের বাসন্তী ফুল,
আহলে ধুলিয়াছে শিমুল।
কাটিল শীতের কুহেলী,
আসিয়াছে বসন্তের ফুল কলি।
বাসন্তীর রুপে জাগিয়া উঠিল ধরা,
শীতের কুড়মুড়ে কাটিয়াছে পাখিরা।
কোকিলের গানে গানে,
প্রকৃতি জাগিয়া উঠিল নব যৌবনে।
পরম প্রিয়সী আজ, ছাড়িল সকল লাজ,
বসন্তের বাসন্তী রুপে করিল সাজ।
বাতাসের সুবাসিত গন্ধও বলে দিয়েছে।
প্রকৃতিতে বসন্তের আগুন লেগে গিয়েছে।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :808 বার!