
গ্লোবাল ডেস্কঃ– র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ভুয়া র্যাব সদস্যকে আটক করেছেন। আটক মিঠুন গাজী যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের নাসির গাজির ছেলে।
র্যাব জানায়, র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান ও এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকালে যশোর সেনানিবাসের বিমানবন্দর বাইপাস সড়কের পাশে ইংলিশ স্কুলের সামনে থেকে মিঠুন গাজীকে আটক করে। এসময় তার পকেট থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়। মোবাইলের ভেতর থেকে বেশ কয়েকটি র্যাবের কয়েকটি ছবি পাওয়া যায়।
র্যাব জানায়, এসব ছবি দেখিয়ে নিজেকে র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :290 বার!