গ্লোবাল ডেস্কঃ- রাঙামাটির কাপ্তাইয়ে ছাত্রলীগের এক কর্মীসহ দুজনকে ব্রাশফায়ারে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে কাপ্তাইয়ের রাইখালীর ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। এতে রাঙামাটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। নিহতরা হলেন জেএসএস সংস্কাপন্থী মংসানু মারমা এবং ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন।
পুলিশ জানায়, নিহত দুজন বিকাল চারটার দিকে কারিগরপাড়ার একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের দ্বন্দ্বে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :369 বার!