গ্লোবাল ডেস্কঃ- রাজধানীর গুলশানের কড়াইল ও কমলাপুরের টিটিপাড়া বস্তিতে এক হাজার করে মোট দুই হাজার পুলিশ সদস্য নিয়ে চালানো মাদক বিরোধী অভিযান ‘রাশ ড্রাইভ’ এ ৫২ জনকে আটক করা হয়েছে। দুই বস্তি থেকে প্রায় ত্রিশ হাজার পিস ইয়াবা, এক মণ গাজা এবং বিপুল পরিমাণ দেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় একই সঙ্গে এই দুই বস্তিতে এ অভিযান শুরু হয়। এই অভিযানকে ডিএমপির পক্ষ থেকে ‘রাশ ড্রাইভ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই অভিযান বিষয়ে সাংবাদিকদের জানাতে রাত ১০টার দিকে গুলশানের কড়াইল বস্তির সামনে সংবাদ সম্মেলনে আসেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
দুই বস্তির অভিযানে মোট ২ হাজার পুলিশ সদস্য অংশ নিয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘দুই বস্তির অভিযানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, ডগ স্কোয়াড, রাইয়োট কার, সোয়াট সদস্যরাও উপস্থিত ছিলেন। গুলশানের করাইল বস্তি থেকে ৩০ জন, কমলাপুরের টিটিপাড়া বস্তি থেকে ২২ জনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘মাদক যেখানে বিক্রি হয়, সেখানে গডফাদাররা থাকেন না। তাদের ধরতে হলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দরকার। গডফাদারদের ধরতে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে।’
মাদককে জঙ্গিবাদের মতো বড় সমস্যা হিসেবে উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে, এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’
অভিযানের নামে কাউকে হয়রানি করা হচ্ছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকেই হয়রানি করা হচ্ছে না। আটকদের তথ্য যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :460 বার!