ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি ও বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, হযরত মুহাম্মদ সা. আমাদের জীবনের আদর্শের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত। এজন্য প্রকৃত মুমিন হতে হলে বিশ্ব নবীর আদর্শের অনুসারী হতে হবে। পৃথিবীতে যে সকল আদর্শ সৃষ্টি হয়েছে তার মূলে রাসুলের আদর্শ না থাকায় এগুলো টিকে থাকতে পারেনি। একমাত্র প্রকৃত আদর্শই হল বিশ্ব নবীর শান। তাই আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের মহব্বত ধারণ করে বিশ্ব নবীর সুন্নাত দ্বারা জীবন গঠন করা। তিনি আরোও বলেন, আজকাল কিছু সংখ্যক আলেম নামধারী হাদীসের ভূল ব্যখ্যা দিয়ে মানুষকে পথবভ্রষ্ট করছে। তাই এ ব্যপারে সবাইকে সজাগ করতে হবে। তিনি আজ ১১ ফেব্রুয়ারি সোমবার ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে আরোও নসিহত পেশ করেন- মাওলানা লোকমান হুছাইন ফারুকী, মাওলানা বশির উদ্দিন, মাওলানা আব্দুল বারী জিহাদী, মাওলানা নাসির উদ্দিন আখন্দ।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :643 বার!