কিন্তু পিএসজিতে এক মৌসুম না যেতেই নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন চারদিকে। জোরেশোরেই উঠে আসে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নাম। মাত্র ২১ বছর বয়সে সান্তোস ছেড়ে বার্সায় এসেছিলেন নেইমার। খেলোয়াড় হিসেবে পরিণত হতে মেসি তাকে কতটা সাহায্য করেছেন তা নেইমার নিজেই বলেছেন। ন্যু ক্যাম্পে একসঙ্গে ট্রফিসমৃদ্ধ চার মৌসুম কাটিয়েছেন। বার্সার জার্সিতে দুইটি লা লিগা ও একবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতেন নেইমার। আর আর্জেন্টিনার এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, ‘নেইমার যদি রিয়ালে যোগ দেয় তা হবে ভয়াবহ ব্যাপার। গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতে সে বার্সা ক্যারিয়ার শেষ করেছে। কিন্তু রিয়ালে যদি নেইমার তেমন কিছু করে তা আমাদের ও পুরো বার্সেলোনার জন্যই কঠিন আঘাত বয়ে আনবে। মাঠের খেলায় নেইমারকে দলে পেলে বর্তমানের চেয়ে আরো শক্তিশালী হবে রিয়াল মাদ্রিদ।’
সম্প্রতি নেইমার ইস্যুতে কথা বলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিও। আগামী মৌসুমে রিয়ালে যাওয়ার সম্ভাবনা এক কথায় উড়িয়ে দেন তিনি। খেলাইফির দাবি নেইমারের প্যারিসে থাকা ২০০০% নিশ্চিত।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :710 বার!