
সুমনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। তিনি বলেন, সভায় মহানগর যুবলীগের ১১১ জন সদস্যের মধ্যে ১০৪ জনই সুমনকে বহিষ্কারের জন্য নিজেদের মতামত দিয়েছেন। তাই কেন্দ্রীয় কমিটির কাছে সুমনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে।
খুব অল্প সময়ের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় কমিটি। যেহেতু রাজশাহীর কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করেছে, সেহেতু এই সিদ্ধান্তই কেন্দ্রের কাছে প্রাধান্য পাবে বলে মনে করেন রমজান আলী।
সম্প্রতি এক কিশোর ছেলের সঙ্গে যুবলীগ নেতা সুমনের যৌনাচারের একটি ভিডিওচিত্র এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গত ২০ এপ্রিল জরুরি সভা করে মহানগর যুবলীগ। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে লিখিতভাবে নিজের বক্তব্য জানানোর জন্য সুমনকে কারণ দর্শানোর নোটিশ দেয় দল।
কিন্তু বেঁধে দেয়া ১৫ দিন সময় পার হয়ে গেলেও সুমন এ বিষয়ে কোনো জবাব দেননি। তাই ভিডিওটি সঠিক ধরে নিয়ে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের নেতারা।