
স্টাফ রিপোর্টারঃ- সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ গলিতে অগ্নিকাণ্ডে তিনটি ছাপার দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ৭টা ৫২ মিনিটি আর আর প্রিন্টার্স, সুমাইয়া প্রিন্টার্স ও তাজিম অফসেট নামে ওই তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ারম্যান উজ্জল চক্রবর্তী মানবকণ্ঠকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই তিনটি ছাপার দোকানে আগুন আগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।