স্টাফ রিপোর্টারঃ- ঘটনাটি ঘটে (১৬ মে) শনিবার বিকাল ৪ ঘটিকায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামে এক পক্ষের অবৈধ বন্দুক দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৭ জন গুলিবিদ্ধ সহ ১৩ জন আহতের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হেলিম ও জুয়েল মিয়ার মধ্যে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
তারই ধারাবাহিকতায় হেলিম লন্ডনীর প্রতিনিধি সুনু মিয়ার ও জুয়েল লন্ডনীর প্রতিনিধি লাল মিয়ার নেতৃত্বে সংঘর্ষ বাধেঁ।
স্থানীয়রা জানান, সুনু মিয়ার লোকজন একই গ্রামের লাল মিয়ার বাড়ির সম্মুখ দিয়ে যাওয়ার কালে হঠাৎ করে লাল মিয়ার লোকজন অবৈধ বন্দুক দিয়ে গুলিবর্ষণ শুরু করলে ৭ জন গুলিবিদ্ধ সহ ১৩ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধের মধ্যে আশংকাজনক অবস্থায় ছালিক মিয়া,শাহজাহান,হাসান মিয়া,কাপ্তান মিয়া, হাবিবুর, মুকাব্বির, মুক্তাদির, ইব্রাহিম সহ ১১ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
উল্লেখ্য যে, এর আগেও এই গ্রামে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে, পুলিশ অবৈধ বন্দুক উদ্ধার না করায় আজ আবারও অবৈধ বন্দুক ব্যবহার করেছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।
এ ঘটনার খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম,নজরুল বলেন, এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে। মামলা দিলে এর যতাযত ব্যবস্থা নিব।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :615 বার!