সুনামগঞ্জ প্রতিনিধি :- সুনামগঞ্জের পাঁচ উপজেলার ১৫ টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সোমবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা এলাকাগুলো হলো- সুনামগঞ্জ পৌরসভা এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপি (উপজেলা সদর), পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলার পৌরসভা এলাকা ও শাহারপাড়া ইউনিয়ন, ছাতক উপজেলার পৌরসভা, গোবিন্দগঞ্জ , জাউয়াবাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন, দোয়ারাবাজার উপজেলার উপজেলা সদর, বাংলাবাজার ও মান্নারগাঁও ইউনিয়ন, বিশ্বমম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা।
উপরোক্ত এলাকাগুলোতে সোমবার গভীর রাত থেকে লকডাউন কার্যকর হবে। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও খাদ্যের দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। তবে ঔষধের দোকান দিন-রাত খোলা রাখা যাবে।
বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :238 বার!