
নিহতরা হলেন- সাদুল্লাপুর গ্রামের লন্ডন প্রবাসী আখলাছ মিয়ার মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে প্রবাসী আলখাছ মিয়ার বসতঘরে মালা ও রুমির রক্তাক্ত লাশ দেখতে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান পরিবর্তন ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বউ-শাশুড়িকে হত্যা করা হয়েছে। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যার কারণ তদন্ত করে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :741 বার!