
গ্লোবাল ডেস্কঃ- কিউবার হাভানায় উড্ডয়নের পরপরই বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যম জানায়, হাভানার জোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা কিউবানা দে আভিয়াসিয়ন-এর বিমানটি ১০৪ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়।
প্রেনসা লাতিনা বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
রেডিও হাভানা কিউবা জানিয়েছে, রাজধানী হাভানা থেকে বিমানটি দ্বীপ রাষ্ট্রটির হোলহুইন শহরে যাচ্ছিল।
অন্যদিকে এএফপি জানিয়েছে, বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।