Day: May 14, 2019

ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে দিরাই চন্ডিপুর গ্রামের মাহবুবুল  নিহত

ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে দিরাই চন্ডিপুর গ্রামের মাহবুবুল  নিহত


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
স্টাফ রিপোর্টার :-  সুনামগঞ্জের দিরাই পৌরশহরের চন্ডিপুর গ্রামের মাহবুবুল করিম বৃহস্পতিবার রাতে লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রায় ৬০ জন অভিবাসীর মধ্যে তিনি মারাযান। সে গ্রামের আব্দুস সবুর মাস্টারের পুত্র। সুনামগঞ্জ রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ মাহবুবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার গ্রামের বাড়ি  ও পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসছে।
দিরাই উপজেলা ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ফ্রান্সের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিরাই উপজেলা ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ফ্রান্সের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
স্টাফ রিপোর্টারঃ- ফ্রান্সে বসবাসরত দিরাই উপজেলার প্রবাসীদের সংগঠন- দিরাই উপজেলা ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ফ্রান্সের উদ্যােগে প্যারিসের স্থানীয় সোনার বাংলা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তাজুল ইসলাম এর সভাপিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিতি ছিলেন সুনাম উদ্দিন খালিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সালেহ আহমেদ চৌধুরী। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,   মুফতি হাবিবুর রহমান, এখলিম হোসেন,সুয়েব আহমেদ, মতিউর রহমান, খালেদ চৌধুরী, জামান আহমেদ,এমরান হোসেন, মুরাদ খাঁন, ছাইদ মিয়া,রতন মিয়া,ফখরুল আলম,জাকির হোসেন,রিয়াজ উদ্দিন, নীল মনি দাস,সুমন মিয়া,রুনু মিয়া,তোফায়েল মিয়া,আজাদ সাদী,সারুয়ান মিয়া, জুনেদ সর্দার, কামরুজ্জামান, আব্দুল আলী, কামাল হোসেন, সা
কুলাউড়ায় ভাতিজিকে ধর্ষণের চেষ্টা, চাচা আটক

কুলাউড়ায় ভাতিজিকে ধর্ষণের চেষ্টা, চাচা আটক


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
নিজস্ব প্রতিবেদক:-  কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভাতিজিকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ।  সোমবার (১৩ মে) রাতে নিজ বাড়ি থেকে চাচাকে আটক করে এসআই নুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। এর আগে একই দিন ভিকটিম ওই ভাতিজি নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রবাস থেকে ফিরে দেশে অবস্থান করছেন চাচা। অভিযুক্ত ব্যক্তি ও ভিকটিম একই বিল্ডিংয়ের পাশাপাশি রুমে বসবাস করতো। দীর্ঘদিন যাবত আদর করার অজুহাতে নানা কৌশলে ভাতিজিকে যৌন নিপীড়ন করতো চাচা। লোকলজ্জার ভয়ে ভিকটিম বিষয়টি কাউকে জানায় নি। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।  এমতাবস্থায় গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে ভিকটিম তার নিজ রুমে পড়ালেখা করছিলো। তার বাবা কৃষি কাজে এবং মা ঘরের থালা-বাসন ধোয়ার জন্
গ্রামীন নেটওয়ার্ক সমূদ্রের ৩৮ কিলোমিটার পানির নীচে মিললেও মেলে না ঘরের ভিতরে !

গ্রামীন নেটওয়ার্ক সমূদ্রের ৩৮ কিলোমিটার পানির নীচে মিললেও মেলে না ঘরের ভিতরে !


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
গ্লোবাল ডেস্ক:- সারাদেশে গ্রামীণফোন ফোনের টাওয়ার থাকলে ও নেট ওয়ার্ক আত্যন্ত দুর্বল।  দেশের বিভিন্ন  বিভাগের জেলাও উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নেট ওয়ার্ক শুধু যাওয়া ও আশার মধ্যে সীমাবদ্ধ।  বিশেষ করে সুনামগঞ্জের দিরাই-শাল্লায় এর বাস্তব প্রমান মিলে।  ইন্টারনেট 4G-3G র" কথা জোড়ালো ভাবে বললেও এর কোন সমাধান হচ্ছেনা।  তাছাড়া  সর্ব-শেষ জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিন্যাকুড়ি-উত্তর বড়ভিটা গ্রাম। আশেপাশের আর দশটা গ্রামের থেকে এই গ্রাম নিজেকে আলাদা করেছে শিক্ষার দিক দিয়ে।  এখানে আছে অত্র এলাকার সব থেকে পুরনো প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়।  যেখান থেকে শিক্ষা গ্রহন শেষে অনেকেই পৌঁছে গেছেন দেশের সকল উচ্চ পর্যায়ে।  শিক্ষাক্ষেত্রে অগ্রগামী এই জনপদের মানুষ সকল সুযোগ-সুবিধা হাতের নাগালে পেলেও ইন্টারনেটের যুগে কাঠখড় পোহাতে হয় নেটওয়ার্ক পেতে। এই গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ গ্রামীনফোন ব্যা
বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ পাঁচজন নিহত

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ পাঁচজন নিহত


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
গ্লোবাল ডেস্ক:- দেশের তিন জেলা কক্সবাজার, পাবনা, ও যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোররাতে এসব ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের অন্তত ৯জন সদস্য আহত হয়েছেন। কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মানবপাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বঙ্গোপসাগর লাগোয়া শামলাপুর মেরিনড্রাইভে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।  নিহত রোহিঙ্গারা হলেন- শামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২০) ও উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা কাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শেষ রাতের দিকে কতিপয় দালা
বগুড়ায় কীটনাশকের দোকানে জাল নোটের কারখানা

বগুড়ায় কীটনাশকের দোকানে জাল নোটের কারখানা


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
গ্লোবাল ডেস্ক:- বগুড়ার দুপচাঁচিয়ায় সোমবার দুপুরে ৩ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি একটি কীটনাশকের দোকানে গোপনে জালনোট তৈরির মেশিন বসিয়ে ব্যবসা করছিল। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার ওয়ারিখণ্ডা গ্রামের আশরাফুল ইসলাম (৪৫) ও একই উপজেলার আবাদপুর গ্রামের আখতারুজ্জামান(৪০)। পরে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে পত্মীতলা উপজেলাধীন শিহারা বাজারস্থ আশরাফুল ইসলামের মালিকানাধীন সৌরভ ট্রেডার্স নামের কীটনাশকের দোকান ঘরের ভেতর থেকে টাকা তৈরি কাজে ব্যবহৃত একটি প্রিন্টার মেশিন উদ্ধার করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মনির উদ্দিনের বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৩০০টি জাল নোট উদ্ধার করা হয়। থানা পুলিশের অফিসার ইন
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
গ্লোবাল ডেস্ক:- ময়মনসিংহ মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রেজাউল করিম রাসেল নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।  রাত আড়াইটার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। জানায়, রাত আড়াইটার দিকে গ্রামের বাড়ি চরহরিপুর থেকে ভাড়া বাসা মহানগরীর আমলাপাড়ায় আসার পথে মৃত্যুঞ্জয় স্কুল রোডে একদল দুর্বৃত্ত রেজাউল করিম রাসেলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ছিলেন। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মযয়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন শ্রাবণী শায়লা

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন শ্রাবণী শায়লা


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
গ্লোবাল ডেস্ক:- গতকাল সোমবার বিকালে ঘোষিত হলো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা। কেন্দ্রীয় ওই কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে চলছে উত্তেজনা ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ। কমিটি ঘোষণার পর অযোগ্য, অছাত্র, বিবাহিত, বহিষ্কৃত, অগ্নিসন্ত্রাসে যুক্ত, বিভিন্ন মামলার আসমীদের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ। সোমবার সন্ধ্যায় ওই বিক্ষোভে দু দফা হামলা ঘটনায় ডাকসুর তিন নেতাসহ অন্তত ৮জন আহত হয়েছেন। হামলায় আহতরা হলেন- ছাত্রলীগের বিগত কমিটির সদস্য ও ডাকসুর বর্তমান সদস্য তানভীর হাসান সৈকত, কবি সুফিয়া কামাল হলের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, ডাকসুর আরেক সদস্য ফরিদা পারভীন, ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বি এম লিপি আক্তারসহ কয়েকজন। এছাড়াও এ হামলায় রক্তাক্ত হয়েছেন ছাত্রলীগের নেত্রী শ্রাবণী শা
রোজা” নিয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পেলেন জাপানের চিকিৎসা বিজ্ঞানী ‘ইউসোনরি ওসুমি’

রোজা” নিয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পেলেন জাপানের চিকিৎসা বিজ্ঞানী ‘ইউসোনরি ওসুমি’


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
আন্তর্জাতিক ডেস্কঃ- ‘রোজা’ ফারসি শব্দ, আরবিতে ‘সওম’। ভারতের রাজনীতিতে ‘অনশন’। ইংরেজিতে ‘ফাস্ট’। কিন্তু মেডিকেলের পরিভাষায় রোজার কোনও নাম ছিল না ও মেডিকেল বই গুলোতে রোজা’র বিশেষ কিছু গুণাগুণও উল্লেখ ছিল না। তাই অনেক ইসলাম বিরোধী লেখক “ইসলামী রোজা পদ্ধতি”কে খারাপ প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করতেন। তার সাথে কিছু ইসলাম দরদী লেখক “ইসলামী রোজা পদ্ধতি”কে ভালো প্রমাণ করার জন্যও বিভিন্ন যুক্তি উপস্থাপন করতেন। এই অবস্থা 2016 সাল অব্যহত থাকে, 2016 সালে মেডিকেল সায়েন্সের পরিভাষায় রোজার নাম দেওয়া হয়- “অটোফেজি”। এই “অটোফেজি” আবিষ্কার করে 2016 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ‘ইউসোনরি ওসুমি’। এবং আবিষ্কারের জন্য চিকিৎসায় ‘নোবেল’ পুরষ্কারও পান। অটোফেজি কি::- একদম সহজ ভাষায় বললে হবে-আমাদের শরীরে এম,জি,এফ-1 হরমোন থাকে। এই হরমোনের কাজ হল- শরীরে নতুন কোষ তৈরী করা। এবং যখনই এই হরমোন শরীরে বেড়ে
সিলেট নগরীতে আদম বেপারীসহ আটক ২০ জনকে জেল-জরিমানা

সিলেট নগরীতে আদম বেপারীসহ আটক ২০ জনকে জেল-জরিমানা


Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
নিজস্ব প্রতিবেদক:-সিলেট নগরীতে লাইসেন্স বিহীন অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযানে চালিয়েছে প্রশাসন। সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ৫টি টিম নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান পরিচালনা করে।অভিযানকালে অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সির ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট বাংলাদেশ (আটাব) সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে কম করে হলেও ১০০ জনকে ধরা যেতো। অভিযান শুরুর খবর পেয়ে সবাই দোকান বন্ধ করে পালিয়েছেন।জিন্দাবাজার এলাকায় পরিচালিত অভিযানে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে ৩ জন আদমবেপারী আটক করা হয়। আটককৃতদের একমাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দেন প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতরা হচ্ছেন- ইউসিএস এ্যাডুকেশনের হীরা, রিচ রিল্যাশন গ্রুপের মা
error: Content is protected !!
JS security