Day: January 8, 2020

ঠাকুরগাঁওয়ে ছোট নদী খাল ও জলাশয় পুন: খনন কাজের উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব:- ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন: খনন (১ম পর্যায়) কাজের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গতকাল বুধবার সদর উপজেলার বুড়িবাঁধে শুক নদী (রুহিয়া থেকে নারগুন ২৪ কিলোমিটার) এবং পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে (টাঙ্গন ব্যারেজ হতে নারগুন পর্যন্ত ৩৫ কিলোমিটার) নদীর পুনঃ খনন কাজের উদ্বোধন করেন আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাপাউবো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি মাহা

সিলেট-সুনামগঞ্জ রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তার নাম হাসান আহমদ সুমন (২৫)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ গ্রামের আখলিসুর রহমানের ছেলে। একই দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক মহিলা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়কাপন পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।  জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ নির্মল দেব এ তথ্য নিশ্চিত করেছেন। জাউয়াবাজার পুলিশর ফাড়ির পরিদর্শক নির্মল দেব জানান, বুধবার সন্ধ্য্যায় বড়কাপন এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ থেকে সিলেটগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাসান আহমদ সুমন ঘটনাস্থলেই নিহত হন। দুই যানবাহনের সংঘর্ষে অজ্ঞাত এক পথচারি নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান সিলেট মহান
JS security