
শামসুদ্দিন হাসপাতালে খালি নেই আইসিইউ বেড
সিলেটে করোনা ডেডিকেটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি নেই। খালি নেই করোনা সাসপেক্টেড(সন্দেহভাজন) ওয়ার্ড, রোগীতে ভরপুর করোনা পজেটিভ ওয়ার্ডও। কোভিড-১৯ রোগী সামাল দিতে পারছেনা সিলেটে করোনার জন্য ডেডিকেটেড ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।
এদিকে, সিলেট বিভাগে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করায় রোগীর চাপ বেড়েছে বেসরকারি হাসপাতালেও।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যার হাসপাতালটিতে ৮৪টি সাধারণ বেড ও ১৬টি আইসিইউ বেড রয়েছে। ১৬টি আইসিউ বেডের মধ্যে ১৪টিতে রোগী ভর্তি করা হয়। আর দুটি বেড ডায়ালাইসসি এর জন্য ফ্রি রাখা হয়। ১৪টি আইসিইউ