
সুনামগঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে লক্ষাধিক মানুষ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যায় পানিবন্দী মানবেতর জীবন কাটছে জেলার ৬ উপজেলার লক্ষাধিক মানুষের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের চরম সংকট। বাড়ি-ঘর, রাস্তাঘাটে পানি উঠায় অন্যত্র উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যার্ত অনেক পরিবার। কেউ কেউ উপায় না পেয়ে বাধ্য হয়ে ঘরের উপরে মাচা তৈরী করে বা খাটের উপরে অনিশ্চিত সময় পার ঘরছেন।
এসব বন্যাকবলিত এলকায় বিদ্যুৎ সেবা বন্ধ রয়েছে। রান্না ও সেনিটেশন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন বন্যার্তরা। যেসব এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে সেসব এলকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সহযোগিতা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে এখনো অনেক এলাকায় কোনো ধরণের ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন বানবাসী মানুষজন। এভাবে চলতে থাকলে মানবিক