
ডুবে গেছে ইতালির ভেনিস নগরী, জরুরি অবস্থা জারি
Warning: printf(): Too few arguments in /home/globalsylhet/public_html/wp-content/themes/viral/inc/template-tags.php on line 113
আন্তর্জাতিক ডেস্ক:- ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে ভেনিস নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন। প্রায় পুরো নগরী পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। বন্যায় ওই নগরীতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার আগে দেশটির সংসদে তা অনুমোদন করা হয়। ভেনিস হচ্ছে বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল।
ভেনিস নগরীতে গত ৫০ বছরে এতো বেশি পানি উঠেনি। নগরীর ৮০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। ১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতাও সর্বোচ্চে পৌঁছেছে। জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবমতে, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট) উচ্চতায় উঠেছে।
এর আগে ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার। জোয়ারে ভেনিসের ঐতিহাসিক ব্যাসিলিকা, শহরের প্রাণকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অনেক এলাকা এবং সরু গলিপথ পানিতে তলিয়ে গেছে। ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো