তাহিরপুর-বাদাঘাট সড়কে ৫ হাত বাঁশের মাঁচা বসিয়ে চাঁদা উত্তোলন : ইউএনও’র কাছে অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত পর্যটন কেন্দ্র যাদুকাটা, শিমুলবাগান, বারেকটিলা, টেকেরঘাট ও টাংগুয়ার হাওরে বিভিন্ন প্রকার যানবাহন দিয়ে প্রতিদিন যাতায়াত করছে দেশ-বিদেশের পর্যটকসহ এলাকাবাসী। কিন্তু যাতায়াতের সময় তাহিরপুর-বাদাঘাট সড়কের শুকনো রাস্তায় উত্তোলন করা হচ্ছে চাঁদা। এব্যাপারে গত ২৩শে ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে একটি লিখিত অভিযোগ।
কিন্তু অভিযোগ দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভোক্তভাগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়- তাহিরপুর-বাদাঘাট সড়কের পোছনারঘাট ব্রিজ হতে পাতারগাঁও গ্রাম পর্যন্ত অনুমান ৫ থেকে ৬শ মিটার মাটির কাঁচা রাস্তা রয়েছে। এই সড়কটি সঠিক ভাবে নির্মাণ না করার কারণে প্রতিবছর পাহাড়ি ঢলের পানির চাপে সড়কের বিভিন্ন স্থানে ভাংগনের সৃষ্টি হয়। এর ফলে বর্ষার ৪-৫মাস নৌকা দিয়ে ভাংগা সড়