
বাংলাদেশি-ব্রিটিশ বিজ্ঞানীর করোনা প্রতিরোধী স্প্রে উদ্ভাবন
আন্তর্জাতিক ডেস্ক: একবার এক স্প্রে করা হলে যেকোনও পৃষ্ঠদেশ করোনাভাইরাস মুক্ত থাকবে দুই সপ্তাহ পর্যন্ত। এমন একটি স্প্রে উদ্ভাবন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানম। ২৬ বছর বয়সী এই বিজ্ঞানী দেড় বছর গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক উদ্ভাবন করেছেন। এটিকে মহামারি মোকাবিলায় বড় ধরনের আবিষ্কার বলে গণ্য করছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএস। পরীক্ষা নিরীক্ষার পর এটিকে অনুমোদনও দিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের মহামারির পর পিএইচডি গবেষণা স্থগিত রাখেন সাদিয়া খানম। উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশায়ারে বাবার রেস্টুরেন্টে বসে ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। এক পর্যায়ে সফলতা পান তিনি। নিজের উদ্ভাবনের নাম দিয়েছেন ভলটিক। বিশেষ একটি মেশিন দিয়ে এই তরল স্প্রে করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি