আবারও সিলেটে পুলিশ কর্মকর্তা গিয়াস উদ্দিন
নিজস্ব প্রতিবেদক :: সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড অপারেশন) হিসেবে যোগদান করেছেন মো. গিয়াস উদ্দিন আহমদ পিপিএম। গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) তিনি সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ে যোগদান করেন। এর আগেও তিনি সিলেটে দায়িত্ব পালন করে গেছেন।
মো. গিয়াস উদ্দিন আহমদ ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাজবাড়ী জেলা, আরআরএফ সিলেট, সিলেট জেলা, ঠাকুরগাঁও জেলা, ডিএমপি ঢাকা, পঞ্চগড় জেলায় পুলিশ সুপার হিসেবে এবং ঢাকা এসবি ও এসএসএফসহ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হন। তিনি ২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. গিয়াস উদ্দিন আহমদ ১৯৭৩ সালে কুম