
সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী তিন ডজন!
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে সারাদেশে সব ধরণের নির্বাচন স্থগিত থাকলেও বসে নেই শূন্য ঘোষিত সিলেট-৩ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী’র অকাল মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, শূন্য ঘোষণার ৯০ দিনের ভিতরে শূন্য আসনে উপ-নির্বাচনের রেওয়াজ থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের স্থগিতাদেশ স্বত্ত্বেও উপ-নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) নির্বাচনী এলাকার হাট বাজারে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার, তোরণে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন। প্রার্থী হবার বিষয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়ও তারা সাক্ষাতকার দিয়ে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রায় ৩ ডজন সম্