দিরাই প্রতিনিধি :- সুনামগঞ্জের দিরাইয়ে দীর্ঘ বিরতির পর আবারও টিটু দাস (২২) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ারগাঁও গ্রামের মৃত প্রমোদ চন্দ্র দাসের পুত্র।
বুধবার রাতে (১০ জুন) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, ১৩ মে এক ব্যবসায়ীর করোনা পজেটিভ আসার পর দিরাইয়ে এই লম্বা সময়ের মধ্যে আর কোন লোকের করোনা পজেটিভ ফলাফল আসেনি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, করোনা আক্রান্ত যুবক টিটু দাস দিরাই পৌর শহরের হারানপুর এলাকায় আজিজ ম্যানশনে বসবাস করেন।
করোনা পজিটিভ জানার পরপরই আমরা তার আবাসস্থলে গিয়ে তাকে বাসায় আইসোলেশনে থাকতে বলেছি। তার চিকিৎসাসহ সবধরনের সহযোগিতা করা হবে।
এদিকে দিরাইয়ে ইতোপূর্বে করোনায় শনাক্ত হওয়া ৭ জনই সুস্থ হয়ে উঠেছেন।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :170 বার!