দিরাই প্রতিনিধি:- সুনামগঞ্জের দিরাই পৌর সভার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অসুস্থ মো. গুলজার চৌধুরীর সুস্থতা কামনা করেছেন সুনামগন্জ জেলা বিএনপির উপদেষ্টা ও দিরাই শাল্লা আসন থেকে বিএনপির প্রাথমিক ভাবে নির্বাচিত সংসদ সদস্য পদপ্রাথী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। গুলজার চৌধুরী বুকে ব্যথা নিয়ে ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।
তিনি কার্ডিয়াক মেডিকেল সেন্টার এ আইসিইউ’তে ভর্তি আছেন ডাক্তারের পরিক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার তিনটি জায়গায় ব্লক পাওয়া গেছে-আগামীকাল বাইপাস অপারেশন হবে।
ডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল তার রোগ মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (২০ জুলাই) গ্লোবাল সিলেট ডটকমকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :302 বার!