গ্লোবাল ডেস্ক:- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দ্রপাইল এলাকায় মরিচের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রতিবেশী নানা ও নাতী জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চন্দ্রপাইল এলাকার লুৎফরের ছেলে আলম (৩৮) ও একই এলাকার জামাই আজিজারের ছেলে সাখাওয়াত হোসেন (৩৪)। তারা দুজনই সম্পর্কে প্রতিবেশী নানা ও নাতি জামাই।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, চন্দ্রপাইল এলাকায় একই মাঠে পাশাপাশি তাদের দুজনেরই মরিচের ক্ষেত ছিল। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে সেই ক্ষেতে পানি জমে থাকায় শনিবার সন্ধ্যার আগে তারা বৃষ্টির মধ্যেই সেই ক্ষেতে পানি সেচতে যায়। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :134 বার!