দিরাই প্রতিনিধি :– সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামের আরামবাগ এলাকায় তালা ভেঙ্গে দিনের বেলায় চুরি করতে গিয়ে জনতার হাতে দুই যুবক আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আরামবাগ এলাকার আবুল বসরের বাসায়।
এলাকাবাসী জানায়, আজ দুপুরে আবুল বসরের বাসায় ঈমান আলীর স্ত্রী বাসায় তালা লাগিয়ে পাশের বাসায় বেড়াতে গেলে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুরেরা। পরে মালামাল নেওয়ার সময় ঈমান আলীর স্ত্রী বাসায় ফিরে দেখতে পান গেইটের তালা ভাঙ্গা। তাৎক্ষণিক তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে চোরদের আটক করে।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে আটককৃত চুরদের ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :329 বার!