সিলেট প্রতিনিধি:- সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় এক ব্যক্তির তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামতেই ওই ব্যক্তিকে ছিনতাইকারীরা জাপটে ধরে ।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল হক নামে এক ব্যক্তি মদিনা মার্কেট এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের শাখা থেকে ব্যক্তিগত তিন লক্ষ টাকা তুলেন। টাকাগুলো পকেটে ভরে ব্যাংকের নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩/৪ জন ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়।
সেখানে গিয়ে আব্দুল হকের মাথায় শক্ত রুল দিয়ে এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তার কাছ থেকে ওই তিন লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে মানুষজন তাকে একটি গাড়িতে করে বাসায় পাঠান।
আব্দুল হক জানান ছিনতাইকারীদের মুখে মাস্ক থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলেও তিনি জানান।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :171 বার!