গ্লোবাল ডেস্ক:- সিলেটের জন্য সুখবর ৫ জনের শরীরে করোনার লক্ষণ নেই। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তিকৃত ৭ রোগীর মধ্যে ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ ৫ জনের কারো মধ্যে লক্ষণ নেই করোনার। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
এদিকে, রিপোর্ট নেগেটিভ আসা ৫ রোগীকেই আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
এদিকে রিপোর্ট না আসা দুইজনের মধ্যে একজন নারী অপরজন পুরুষ। দুজনই হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন। তাদের একজনের বয়স ৬০ এর উপরে আর আরেকজন মধ্য বয়স্ক। তাদের মধ্যে ভর্তি হওয়া নারীর অবস্থা খুব একটা ভালো না। তাদের দুইজনের নমুনা কাল সংগ্রহ করা হবে।
....সংবাদটি সম্পর্কে মন্তব্য করুন
সংবাদটি পড়া হয়েছে :348 বার!