বেসামাল চাল ও তেলের বাজার
স্টাফ রিপোর্টার : কোনভাবেই যেন শামাল দেয়া যাচ্ছেনা চাল ও তেলের বাজার। ফলে আরো বেসামাল হতে চলেছে সিলেটের চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। নিয়ন্ত্রণে নেই কোন কার্যকর সরকারী উদ্যোগ। ফলে বাধ্য হয়েই বেশী দামে চাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হচ্ছে জনসাধারণকে। তবে এই বাজার দরের কারণে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ স্বল্প আয়ের মানুষদেরকে। দৈনিক আয় রোজগারের সাথে বাজার দরের বিস্তর ফারাকে দিশেহারা খেটে খাওয়া মানুষ। তরকারি ও সবজি মূল্য নিয়ন্ত্রণের ভিতরে থাকলেও, লাগামহীন চাল, তেল, ডাল, চিনি, রসুন ও আদাসহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। বাজার নিয়ন্ত্রণে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী রমজান মাসে ভয়ানক পরিস্তিতির সম্মূখীন হতে হবে বলে মনে করেন জনসাধারণ।
জানা যায়, কয়েক মাস ধরে বিশ^বাজারে তেলের মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে দেশে দফ