
জুড়ী শহরে জলাবদ্ধতায় মানুষের চরম দুর্ভোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে কলেজ সড়কের বেহাল দশা ও এ এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় বাজারের চারশতাধিক ব্যবসায়ী, হাজারো শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা প্রাণ কৃষ্ণ, তাপস দাস, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম বনমালী, বাবুল হোসেন, ভাগ্য দে, রাজীব আহমদ প্রমুখ বলেন, দীর্ঘ দিন থেকে জুড়ী ভবানীগঞ্জ বাজারের কলেজ রোডের বেহাল দশা। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝূঁকি নিয়ে চলাচল করেন। এখানে বৃষ্টির পানি নিষ্কাশনের ভালো কোন ব্যবস্থা নেই। ড্রেন থাকলেও তা বন্ধ হয়ে গেছে। অনেকে পানি যাবার পথ বিভিন্ন ভাবে ভরাট করে ফেলেছেন। যে কারণে সামান্য বৃষ্টিতেই এ সড়কে ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতা লেগে থাকে। শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে দোকানের মালামাল নষ্ট হয়। হাঁটু